
মাহফুজুর রহমান, মহিউদ্দিন আহমেদ ও দিলারা আক্তারের একমাত্র সন্তান, পিতা মহিউদ্দিন আহমেদ,মাতা,দিলারা আক্তার এর পৈত্রিক নিবাস ঐতিহ্য বাহি বিক্রম পুরের লৌহজং উপজেলায়,ব্যাবসায়িক কারনে মহিউদ্দিন আহমেদ যশোর বসবাস করেন,
তাই পুরো পরিবার একসাথে যশোর থাকে, মহিউদ্দিন আহমেদ এর একমাত্র সন্তান , মাহফুজুর রহমান এবার যশোর জিলা স্কুল হতে ৮ম শ্রেনিতে বৃত্তি পেয়েছে, কৃতি শিক্ষার্থী ও স্টুডেন্ট অব দা মানথ নির্বাচিত হওয়ায়, আমাদের অধিকার পত্রের পক্ষ থেকে এই কৃতি মান ছাত্রের প্রতি শুভেচ্ছা ও অনেক দোয়া, মাহফুজ যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, আল্লাহ যেন তাকেনেক হায়াত দান করেন, মহান আল্লাহর কাছে এ দোয়া রইল।
আপনার মূল্যবান মতামত দিন: