শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের খারাপ অবস্থায় হাতে ব্যান্ডেজ বাধা অবস্থায় গুরুতর ঝুঁকি নিয়ে তিনি খেলতে নামেন।
প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসস’কে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিমকে দেশের সম্পদ হিসাবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা দেশের সম্পদ এবং তোমরা দিন দিন দেশের ভাবমূর্তি উজ্জল করছ। …….. তোমার নিজের স্বাস্থ্যের যতœ নিতে হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে আশরাফুল আলম খোকন এ কথা জানান।
খেলায় জয়-পরাজয় থাকবেই- একথা উল্লেখ করে শেখ হাসিনা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রয়োজন হলে বিদেশে নিয়ে তামিমের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাঁকে (প্রধানমন্ত্রী) কোন বিষয়ে জানাতে যেন তামিম কুন্ঠা বোধ না করে।

আপনার মূল্যবান মতামত দিন: