ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৩ পুলিশ অপহরণ ভারত শাসিত কাশ্মীরে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৭

 

 ভারত শাসিত কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিরা তিন পুলিশ সদস্যকে অপহরণ করেছে। শুক্রবার পুলিশ কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫২ কিলোমিটার দূরে শোপিয়ান জেলা থেকে বৃহস্পতিবার রাতে তাদেরকে অপহরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা খবর পেয়েছি যে গত রাতে জঙ্গিরা এ জেলার তিন পুলিশ সদস্যকে অপহরণ করেছে। এসব পুলিশকে তাদের নিজ বাসা থেকে অপহরণ করা হয়।’
এ তিন পুলিশ সদস্যকে জঙ্গিরা চাকুরি ছেড়ে দেয়ার হুমকি দেয়ার কয়েকদিন পর তাদের অপহরণ করা হলো।
গত মাসে জঙ্গি পরিবারের প্রায় ১২ সদস্যকে আটকের প্রতিশোধ নিতে জঙ্গিরা তিন পুলিশ সদস্য এবং তাদের পরিবারের আট সদস্যকে অপহরণ করে।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে এ অঞ্চলে মোতায়েন করা ভারতীয় সৈন্য ও জঙ্গিদের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: