ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আগামীকাল ঢাকায় বঙ্গবন্ধু গোল্ড কাপ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৫

 

 
উপজেলা এবং জেলা পর্যায়ের খেলা শেষে এবার শুরু হতে যাচ্ছে বিভাগীয় পর্যায়ের খেলা।

আগামীকাল মঙ্গলবার শুরু হবে ঢাকা বিভাগের খেলা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিভাগের আন্তঃজেলার খেলা উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজম ও ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম তারিকুল ইসলাম।
উল্লেখ্য, প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)।



আপনার মূল্যবান মতামত দিন: