
#আন্তর্জাতিক_কুরআন_প্রতিযোগিতায়_অংশ_নিতে_ক্রোয়েশিয়া_গেলেন_শিশু_হাফেজ_শিহাবুল্লাহ
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণের জন্য ক্রোয়েশিয়া গেলেন বাংলাদেশী শিশু হাফেজ শিহাবুল্লাহ (০৯)।
বুধবার রাত ৩ টা ৩০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাফেজ শিহাবুল্লাহ।
আজ ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৫টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কুমিল্লা বরুড়ার হাফেজ শিহাবুল্লাহ।
ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহ দেশের খ্যাতিমান ক্বারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকা যাত্রাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদরাসার ছাত্র।
হাফেজ শিহাবুল্লাহ’র এই সফরে তাঁর সাথে রয়েছেন বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ হাফেজ ক্বারী নাজমুল হাসান।
আপনার মূল্যবান মতামত দিন: