ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

তাসকিনের হ্যাটট্রিক

Admin 1 | প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭ ০৬:৩৫

Admin 1
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৭ ০৬:৩৫

বিশ্বের ৪১তম ও বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ডাম্বুলায় আজ শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ইনিংসের শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন বাংলাদেশের এই স্পিডস্টার। তার শিকার হয়েছেন আসলে গুনারত্নে, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ।
বাংলাদেশের হয়ে এর আগে হ্যাটট্রিক করা চার বোলার হলেন- ডান-হাতি পেসার শাহাদাত হোসেন, বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক, ডান-হাতি পেসার রুবেল হোসেন ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
ওয়ানডে ইতিহাসে সর্বপ্রথম হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের পেসার জালাল-উদ-দিন। ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর হায়দারাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন তিনি।
ওয়ানডেতে বাংলাদেশের হ্যাটট্রিক বোলাররা :
বোলার প্রতিপক্ষ ভেন্যু তারিখ
শাহাদাত হোসেন জিম্বাবুয়ে হারারে ০২/০৮/২০০৬
আব্দুর রাজ্জাক জিম্বাবুয়ে ঢাকা ০৩/১২/২০১০
রুবেল হোসেন নিউজিল্যান্ড ঢাকা ২৯/১০/২০১৩
তাইজুল ইসলাম জিম্বাবুয়ে ঢাকা ০১/১২/২০১৪
তাসকিন আহমেদ শ্রীলংকা ডাম্বুলা ২৮/০৩/২০১৭



আপনার মূল্যবান মতামত দিন: