ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়ায় আরো লাশ উদ্ধার : রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৮ ১৪:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৮ ১৪:১১

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কবলিত এলাকায় শনিবার নতুন করে জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পালু নগরীতে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো লাশ উদ্ধার করা হচ্ছে। লাশগুলো পচে যাওয়ায় রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।



সুলাওয়েসি দ্বীপের সমুদ্র তীববর্তী পালু নগরে এক হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।


ওই অঞ্চলটিতে শক্তিশালী ভূমিকম্প ও এর প্রভাবে সুনামি আঘাত হানে। প্রাকৃতিক এই দুর্যোগে সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৫৭১ জন।


প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার আট দিন পর জীবিত কাউকে উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ হয়ে পড়েছে। যদিও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তল্লাশী অভিযান বন্ধ করেনি।


পেতোবো ও বালারোয়ায় বিপুল সংখ্যাক পচে যাওয়া লাশ চাপা পড়ে আছে। এলাকা দুটি মানচিত্র থেকে প্রায় মুছে গেছে বলেই মনে করা হচ্ছে।


ইন্দোনেশিয়ার তল্লাশী ও উদ্ধারকারী দলের মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, ‘উদ্ধারকৃত অধিকাংশ লাশই পচে গেছে। এ জন্য এগুলো উদ্ধারকর্মীদের জন্য বিপজ্জনক।’


তিনি বলেন, ‘আমরা আমাদের দলকে রোগ প্রতিশোধক টিকা দিয়েছি। আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। লাশগুলো জনস্বাস্থ্যের জন্যেও ঝুঁকিপূর্ণ। এগুলো থেকে রোগ ছড়িয়ে পড়তে পারে।’-খবর বার্তা সংস্থা এএফপি’র।



আপনার মূল্যবান মতামত দিন: