
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি লিমোজিন গাড়ি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। রোববার তদন্তকারীরা একথা জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন ক্রিসটোফার ফিওরি বলেন, শনিবার বিকেলে নিউইয়র্কে এই দুর্ঘটনায় দুইজন পথচারী ও লিমো গাড়ির ১৮ জন নিহত হয়েছে।
‘ আমি চিৎকার শুনেছি।’ বলেন বিল ওয়াটারসন। যিনি একজন প্রত্যক্ষদর্শী। তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাড়িটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।-খবর এএফপি’র।
আপনার মূল্যবান মতামত দিন: