ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফ্লোরিডায় প্রলয়ঙ্করী হারিকেন মাইকেলের আঘাতে ১ জনের মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১১:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১১:৫৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের বুধবার হারিকেন মাইকেলের আঘাতে একজন প্রাণ হারিয়েছে। মেক্সিকো উপসাগরে ক্যাটাগরি ৪ ঝড়টি আঘাত হানে। ঝড়ের প্রভাবে ওই এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট বন্যার পানিতে প্লাবিত হয়েছে, গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে গেছে।
ফ্লোরিডার কর্মকর্তারা বলেন, ঘন্টায় ১৫৫ মাইল বেগে ঝড়টি আঘাত হেনেছে। ফ্লোরিডার উত্তরাঞ্চলীয় পানহান্ডেল এলাকায় আঘাত হানা ঝড়টি একশ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী।
আঘাত হানার পর স্থানীয় সময় সন্ধ্যা ৮টার দিকে মাইকেল দুর্বল হয়ে ক্যাটাগরি ১ এ পরিণত হলেও এটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। ঝড়টি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।
ছবি ও ভিডিও চিত্রে দেখা গেছে, প্রায় ১ হাজার জনসংখ্যা অধ্যুষিত মেক্সিকো বিচে আঘাত হেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাড়িঘর বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসতে দেখা গেছে। কোন কোন বাড়ি ছাদ উড়ে গেছে ও ধসে পড়েছে। রাস্তাঘাটগুলো ভাসমান ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
প্রায় তিন ঘন্টাব্যাপী ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে পানামা সিটির পথঘাট দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাছপালা, স্যাটেলাইট ডিশ ও ট্রাফিক লাইন রাস্তায় ইতস্তত পড়ে আছে।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিংকালে ফেডারেল ইমার্জেন্টি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) এর প্রধান ব্রুক লং বলেন, ১৮৫১ সালের পর ফ্লোরিডা পানহান্ডেলে আঘাত হানা মাইকেল সবচেয়ে ভয়াবহ ঝড়।
বুধবার রাতে পেন্সিলভেনিয়ায় এক জনসভায় ট্রাম্প এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি ‘গভীর সমবেদনা ও প্রার্থনা’ করেন।
তিনি শিগগিরই ফ্লোরিডা সফরে যাবেন বলে জানান।
ট্রাম্প বলেন, ‘আমি খুব শিগগিরই ফ্লোরিডা যাব। আমি তাদের শুভকামনা জানাতে চাই।’
২০টির বেশি কাউন্টির আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার লোক এই ঝড়ের কারণে অন্যত্র চলে যায়।-খবর বার্তা সংস্থা এএফপি’র।



আপনার মূল্যবান মতামত দিন: