ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

তুরস্কে আটক মার্কিন ধর্মযাজকের মুক্তির ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৪:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৪:৩৮

অধিকারপত্র আন্তর্জাতিক ডেক্স: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তুরস্কে আটক মার্কিন ধর্মযাজককে শিগগিরই মুক্তি দেয়া হবে বলে বুধবার আশা প্রকাশ করেছেন। ওই যাজককে দুই বছর ধরে আটক রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ন্যাটোর দুই মিত্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
তুরস্কের একটি আদালত অ্যান্ড্রু ব্রুনসন নামের ওই যাজকের বিষয়ে শুক্রবার শুনানির দিনক্ষণ চূড়ান্ত করেছে।
দীর্ঘদিন ধরে এই মার্কিন নাগরিক তুরস্কে বাস করছেন। সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালের অক্টোবর মাস থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলপন্থী একটি গ্রুপের কাছ থেকে পুরষ্কার গ্রহণকালে এক প্রশ্নের জবাবে পম্পেও বলেন, ‘শিগগিরই ব্রুনসন ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারবে বলে আমি দৃঢ় আশাবাদী।
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এ ব্যাপারটির দিকে লক্ষ্য রেখেছেন। খুব একটা দেরি হওয়ার আগেই আমরা এ ব্যাপারে একটি ভাল ফলাফলের আশা করছি।’
তুরস্ক যে গ্রুপগুলোকে সন্ত্রাসী মনে করে তাদের ব্রুনসন সহায়তা করেছেন বলে প্রমাণিত হলে তার ৩৫ বছরের কারাদ- হতে পারে।
এই গ্রুপগুলোর একটির নেতা যুক্তরাষ্ট্রে অবস্থানকারী তুর্কি আলেম ফেতুল্লাহ্ গুলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার জন্য তাকে অভিযুক্ত করেছেন।
ব্রুনসন ১৯৯৩ সাল থেকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির নগরীতে একটি ছোট প্রটেস্ট্যান্ট চার্চ পরিচালনা করছেন।-খবর বার্তা সংস্থা এএফপি’র।



আপনার মূল্যবান মতামত দিন: