ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বগুড়ার শেরপুরে জোরপূর্বক ২ হাজার বাঁশ কর্তন- থানায় অভিযোগ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৭:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৭:২৩

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের সুঘাট তালুকদার পাড়া গ্রামে পূর্ব শত্রু তার জের ধরে বাঁশ কাটার ঘটনায় গত বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট তালুকদার পাড়া গ্রামের মৃত রমজান তালুকদারের ছেলে হারুনর রশিদ তালুকদারের ৩ দাগে ৫১ শতক পৈত্রিক সম্পত্তি দির্ঘদিন ধরে প্রতিবেশি মৃত মাজেদুর রহমান তালুকদারের ৩ ছেলে বল্টু তালুকদার, কামাল পাশা তালুকদার, আলম তালুকদার ও বল্টু তালুকদারের ২ ছেলে রাজু তালুকদার, সাগর তালুকদার দখল করার চেষ্টা করে আসছে।

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসার কারনে গ্রামের মাতুব্বারা শালিশী বৈঠক করে মিমাংসা করে দেন। সেই মিমাংসা বল্টু তালুকদাররা মেনে না নিয়ে গত বুধবার বেলা ১১ টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এসে জোড় পূর্বক হারুনর রশিদ তালুকদারের বাঁশ ঝাঁড় থেকে ২ লক্ষ টাকার প্রায় ২ হাজার বাঁশ কেটে জমি দখলে নেওয়ার চেষ্টা করছে । এ ঘটনায় হারুনর রশিদ তালুকদার গত বুধবার রাতে ৬ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


এ প্রসঙ্গে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: