
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নভেম্বরেই খুন করা হবে-এমন হুমকি দিয়ে দিল্লিতে একটি মেইল পাঠিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়েকের সরকারি ই-মেইলে এই হুমকি দেওয়া হয়।
জি নিউজের (ভারতীয় সংবাদমাধ্যম) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মেইল পাওয়ার পরই নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সতর্ক করা হয়েছে। ভারতজুড়ে সক্রিয় করা হয়েছে গোয়েন্দাদের নেটওয়ার্ক।
দেশটির গোয়েন্দা বাহিনীর অনুমান, বছরের শেষে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে নরেন্দ্র মোদির দেশজুড়ে একাধিক জনসভা ও মিছিল করার কথা। সে কারণে নভেম্বর মাসটিকে টার্গেট করছে জঙ্গিরা।
গোয়েন্দারা প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, মোদিকে কারা খুন করার ষড়যন্ত্র করছে, তা এখনো জানা যায়নি। যদিও যে সার্ভার থেকে মেইলটি পাঠানো হয়েছে, সেই সার্ভারটি উত্তর-পূর্ব ভারতের আসাম প্রদেশে অবস্থিত।
নরেন্দ্র মোদিকে খুনের হুমকি এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার এমন হুমকি পেয়েছিল ভারতের পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: