
“ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান/১৮ইং এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার ধীমান ভূষন, সহকারি উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার আব্দুস সাত্তার।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়। অনুষ্ঠানে কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: