
বগুড়া প্রতিনিধি: ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠণকে শক্তিশালি করার লক্ষে বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগ (দক্ষিণ) এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটির ধারাবাহিক কর্মী সভার অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেউজগাড়ী জামতলায় রুবেল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সভা উদ্বোধন করেন, বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সোনাতলার পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসিমুল বারি নাসিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বনি সদর র্খুরম, রুকোনজ্জামান রনি, মনিরুজ্জামান, নাজমুল হাসান অরেঞ্জ, রাশেদুজ্জামান, জিয়াউল হক জুয়েল, আরিফুল হক বাপ্পী, আমিনুর সরকার, রাসেল শেখ, মনিরুজ্জামান মনির, সাইদুল ইসলাম ফিরোজ, শহিদ হোসেন পাশা, আহসান হাবিব শাওন, প্রশেনজিৎ রায় সঞ্জিত, আরিফুল বারি আঞ্জিল, আরিফুল ইসলাম আরিফ, মনিরুল ইসলাম সুজন, ইজাহারুল হক জিহাদ, দুলাল সরকার, রাদ সিদ্দিকী রনি, সাকিল সরকার, পাপ্পু, রিফাত, জাকির, আযিযুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিশাল প্রমুখ।
কর্মী সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বগুড়ায় বিএনপি জামায়াত জোট কর্তৃক যে কোন ধরনের নাশকতা প্রতিরোধ করতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরাই যথেষ্ট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: