odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

প্রসঙ্গ: রহিঙ্গা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ October ২০১৮ ১৭:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ October ২০১৮ ১৭:০৯

যুক্তরাষ্ট্র ও অন্য আটটি দেশ রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সংস্থার তদন্ত দলের দেওয়া তথ্য শুনানির জন্য বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে।

স্থানীয় সময় ১৬ অক্টোবর, মঙ্গলবার এ অনুরোধ জানানো হয়।

 তদন্ত দল রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর ঘটনায় দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছে।

চীন এ আবেদনের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা নিরাপত্তা পরিষদের পদক্ষেপ থেকে দেশটিকে রক্ষা করতে চায়।

 নয়টি দেশ জানায়, তদন্ত দলের চেয়ারপারসনকে মিয়ানমার পরিস্থিতি ও এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের অনুমতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় এর প্রভাব বিষয়ে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।

জাতিসংঘের তদন্ত দল গত মাসে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। এতে মিয়ানমার পরিস্থিতি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে বা অ্যাডহক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়।

ওই তদন্ত দল জানায়, রাখাইন রাজ্যে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইংসহ দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে তাদের বিচার করতে হবে।-খবর এএফপির



আপনার মূল্যবান মতামত দিন: