ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৩৭৩ বিদেশি ক্রিকেটারের তালিকা বিপিএল প্লেয়ার ড্রাফটে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮ ১৭:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮ ১৭:১২

(বিপিএল) ষষ্ঠ আসরের নিলাম ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা পিছিয়েছে টুর্নামেন্টের তারিখ পেছানোর মতোই। তিন দিন পিছিয়ে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। এজন্য ইতোমধ্যেই বিদেশি ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এই তালিকায় রয়েছেন সবমিলিয়ে ৩৭৩ জন বিদেশি ক্রিকেটার। ৩৭৩ ক্রিকেটারের তালিকায় সবচেয়ে বেশি ঠাঁই পেয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। ড্রাফটে থাকা ৩৭৩ ক্রিকেটারের মধ্যে ইংল্যান্ড থেকেই রয়েছেন ৮৬ জন, আর পাকিস্তানের রয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭২ জন ক্রিকেটার।

এ ছাড়া উইন্ডিজ থেকে ৫৬ জন, শ্রীলঙ্কার ৫৫ জন, আফগানিস্তানের ২০ জন, দক্ষিণ আফ্রিকার ১৮ জন, জিম্বাবুয়ের ১৫ জন ও আয়ারল্যান্ড থেকে প্লেয়ার ড্রাফটে রয়েছেন ১০ জন ক্রিকেটার।



আপনার মূল্যবান মতামত দিন: