
প্রেস বিজ্ঞপ্তি: আজ রবিবার সকাল ১১ টায় পুরান ঢাকার সূএাপুর কাঠের পুলের অবস্থিত কসমোপলিটান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত অধক্ষ্য আবুল কালাম আজাদ এর স্নরণে স্নরণ সভা ও আত্নার মাহফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে।
কসমোপলিটান পরিবারবর্গ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন অডিটোরিয়ামে স্নরণ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সভায় তার প্রতি স্নৃতিচারণ কারে বক্তব্য রাখেন। উক্ত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এডমিন ফজলুল রহমান,আলহাজ্ব বাবুল মিয়া,ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মান্নান,গভনিং বডির সদস্য ইলিয়াস খান, মামুনুর রহমান মামুন,ইনচার্জ মোজাম্মেল,ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব সানি মাহতাব,ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম,শাওন,পুরান ঢাকা মঞ্চের পক্ষে মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। শিক্ষক হাফেজ মামুনুর রহমা পরে তবারক বিতরন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: