ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

লালমনিরহাটে ছাত্রীকে উত্ত্যাক্তের দায়ে দুই শিক্ষকের জেল, পরিচালক গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮ ২১:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮ ২১:৫৪

লালমনিরহাটে ছাত্রীকে উত্ত্যাক্ত ও মারপিটের দায়ে দুই শিক্ষকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ওই বিদ্যালয়ের পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৩১ অক্টোবর) সকালে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠায় সদর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার(৩০ অক্টোবর) দিনগত রাতে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জয়শ্রী রানী।

সাজাপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ফতেখা গ্রামের লিচু মিয়ার ছেলে আকাশ বাবু(১৯) ও একই উপজেলার বলরাম গ্রামের নুরুল হকের ছেলে ফারুক মিয়া(২৪)। তারা দুজনই লালমনিরহাট শহরের মেডিকেল মোড় এলাকার আপনপাড়া শিবরাম স্কুলের সহকারী শিক্ষক। এ বিদ্যালয়ের পরিচালক রাশেদুল ইসলামকে একই ঘটনার নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, লালমনিরহাট শহরের আপনপাড়া শিবরাম স্কুলের দুই শিক্ষক একই বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায় উত্ত্যাক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও তারা চরিত্র সংশোধন করেননি।
সাম্প্রতিক সময় ওই ছাত্রীকে পুনরায় ওই দুই শিক্ষক উত্ত্যাক্ত করায় পুনরায় অভিযোগ দিলে পরিচালকের নেতৃত্বে বিদ্যালয়ের বৈঠকে ওই ছাত্রীকে মারপিট করা হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার বিচার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ পরিচালক রাশেদসহ দুই শিক্ষক আকাশ ও ফারুককে মঙ্গলবার দিনগত রাতে
আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালতে তারা তাদের দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের বিচারক দুই শিক্ষকে ছাত্রী উত্ত্যাক্তের দায়ে ছায় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং পরিচালক রাশেদের বিরুদ্ধের নিয়মিত মামলা করে গ্রেফতার দেখান সদর থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: