ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিবাহ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল মুন্সীগঞ্জে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ২৩:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ২৩:১৮

মুন্সীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা জালাল কমিশনার যু্ব স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগার এবং কিডস ওয়ার্ল্ড ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মি উদ্যোগে যৌতুক বিহীন বিবাহ সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার সকালে যুব দিবস উপলক্ষে সদরের বজ্রযোগিনী ভাঙ্গা যুব উন্নয়ন অধিপ্তর অফিসে শহরের খালইষ্ট গ্রামের দিনমজুর মো: মফিউদ্দিনের কণ্যা পপি আক্তার মুনার (২২) সাথে নারায়ণগঞ্জের আড়াইহাজার লস্করদি এলাকার মো: মোসলেমউদ্দিনের পুত্র মো: জয়নাল আবেদীনের বিবাহের আয়োজন করে সংগঠন দুটি। এ সময় নব দম্পতিকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান। পরে সার্কিট হাউজে এই দম্পতিকে অভিনন্দন জানান ঢাকা বিভাগী কমিশনার কেএম আলী আজম।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহম্মেদ, আয়োজক সংগঠন বীর মুক্তিযুদ্ধা জালাল কমিশনার যু্ব স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি সংরক্ষিত পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার ও কিডস ওয়ার্ল্ড ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মো: আয়নাল হক স্বপন প্রমুখ। এ সময় কিডস ওয়ার্ল্ড ইয়ূথ ফাউন্ডেশনের পক্ষ থেকে নব দম্পতিকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। মুন্সীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা জালাল কমিশনার যু্ব স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগার এবং কিডস ওয়ার্ল্ড ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মি উদ্যোগে যৌতুক বিহীন বিবাহ সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার সকালে যুব দিবস উপলক্ষে সদরের বজ্রযোগিনী ভাঙ্গা যুব উন্নয়ন অধিপ্তর অফিসে শহরের খালইষ্ট গ্রামের দিনমজুর মো: মফিউদ্দিনের কণ্যা পপি আক্তার মুনার (২২) সাথে নারায়ণগঞ্জের আড়াইহাজার লস্করদি এলাকার মো: মোসলেমউদ্দিনের পুত্র মো: জয়নাল আবেদীনের বিবাহের আয়োজন করে সংগঠন দুটি।

এ সময় নব দম্পতিকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান। পরে সার্কিট হাউজে এই দম্পতিকে অভিনন্দন জানান ঢাকা বিভাগী কমিশনার কেএম আলী আজম।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহম্মেদ, আয়োজক সংগঠন বীর মুক্তিযুদ্ধা জালাল কমিশনার যু্ব স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি সংরক্ষিত পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার ও কিডস ওয়ার্ল্ড ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মো: আয়নাল হক স্বপন প্রমুখ। এ সময় কিডস ওয়ার্ল্ড ইয়ূথ ফাউন্ডেশনের পক্ষ থেকে নব দম্পতিকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: