odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

শারীরীক ও মানসিক সুস্থ্যতার অধিকারে বগুড়ায় খোট্রাপাড়া যুব সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ November ২০১৮ ১৬:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ November ২০১৮ ১৬:৪৯

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্রাপাড়া যুব সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে খোট্রাপাড়া মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাড়ীদহ ইউয়ন যুবলীগের সভাপতি আরিফ মাহমুদ, সমাজসেবক আবু সাইদ, শিষ্টি মৎস ব্যবসায়ী নুরুল ইসলাম ঠান্টু, আতিকুর রহমান টিটু, স্বাধীন ট্রেডার্সের সত্ত¡ধীকারী শফিকুল ইসলাম ইছানুর, মোমিনুল ইসলাম টুকু, মোহাম্মদ আলী, গোরাম রসুল, শ্রী অনিমেষ রায়, আলী আশরাফত, রুবেল মন্ডল, কানাই মন্ডল, শাহজাহান আলী, ইয়াকুব আলী, নুর মোহাম্মদ, মইনুল ইসলাম পলাশ, সাজেদুর রহমান প্রমুখ।


আড়ংশাইল বনাম কোহিতকুল একাদশের মধ্য এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোহিতকুল একাদশ ১-০ গোলে বিজয়ী হয়।



আপনার মূল্যবান মতামত দিন: