
সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সিরাজদীখান বাজারে মুদি দোকান ও বেকারীতে মোবাইল কোটে অভিযান চালিয়ে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে মোবাইল কোট অভিযান চালিয়ে ২টি মুদি দোকান মেয়াদোত্তীর্ন সুজি(বাচ্চাদের খাবার) রাখার দায়ে তাজুল ষ্টোরকে ৫হাজার এবং বাচ্চু ষ্টোরকে ১ হাজার এবং ২টি বেকারী অস্বাস্থ্যকর,অপরিচ্ছন্ন,নোংরা পরিবেশে খাদ্য তৈরীর কারনে শাহাবুদ্দিন বেকারীকে ৫হাজার এবং হাসান বেকারীকে ৩ হাজারসহ ৪টি দোকানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় তাদেরকে এ জরিমানা করা হয় ।
মোবাইল কোট অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন,সিরাজদীখান থানার এসআই মোনায়েম,এসআই মুসফিকুর রহামান এবং এসআই আনোয়ার হোসেন ।
আপনার মূল্যবান মতামত দিন: