ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ব্যাটিং-এ মাঠে নেমেছে বাংলাদেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮ ১০:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮ ১০:৩২

জিম্বাবুয়ে বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড ডাবল সেঞ্চুরি (২১৯), মুমিনুল হকের সেঞ্চুরি (১৬১) এবং মেহেদী হাসান মিরাজের ফিফটিতে (৬৮) রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেন স্বাগতিক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

জবাবে ব্যাট করতে নেমে তাইজুল ইসলাম বোলিং তোপে ৩০৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ফলোঅনে পড়ে রোডেশিয়ানরা। ব্রেন্ডন টেইলরের লড়াকু সেঞ্চুরি (১১০) এবং পিটার মুর (৮৩) ও ব্রায়ান চারির (৫৩) অসাধারণ ফিফটিতেও ফলোঅন এড়াতে পারেনি তারা।

এদিকে, জিম্বাবুয়েকে ফলোঅনে ফেলবে নাকি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে? এ প্রশ্নের জবাব পেতে রাতভর অপেক্ষা করতে হলো। অবশেষে সফরকারীদের ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরুতে বিপর্যয়ে বাংলাদেশ। কাইল জার্ভিসের শিকার হয়ে ফিরে গেছেন দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। লিটন ১৪ বলে ৬ রান আর ইমরুল ১২ বলে ৩ রান করে।

১০ রানের মাথায় যখন ২ উইকেট নেই তখন ব্যাটিয়ে আসেন মমিনুল হক। মাত্র ১ রান যোগ করে তিনিও বিদায় নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০ রান করেছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। মুশফিক ১৪ বলে ৬ রান আর মিথুন ১৯ বলে চার রান করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: