ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জিম্বাবুয়েকে ৪৪৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮ ১৬:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮ ১৬:০৮

ঢাকা টেস্টে জয়ের জন্য জিম্বাবুয়েকে ৪৪৩ রানের টার্গেট দিলো স্বাগতিক বাংলাদেশ।

জিম্বাবুয়েকে ফলো-অন না করিয়ে ম্যাচের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-এ নেমে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি ও মোহাম্মদ মিথুনের হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২১৮ রানের লিড পেয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনংসে রিয়াদ অপরাজিত ১০১ ও মিথুন ৬৭ রান করেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২৭ রানে অপরাজিত থাকেন।


দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে লিটন দাস ৬, ইমরুল কায়েস ৩, মোমিনুল হক ১, মুশফিকুর রহিম ৭ ও আরিফুল হক ৫ রান করে আউট হন। জিম্বাবুয়ের কাইল জার্ভিস ও ডোনাল্ড ত্রিরিপানো ২টি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: