odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

আজ জাতীয় নবান্নোৎসব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ November ২০১৮ ১৮:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ November ২০১৮ ১৮:৪১

আজ অগ্রহায়ণের প্রথম দিন, জাতীয় নবান্ন উৎসব। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় শুরু হয়েছে দুই দিনের জাতীয় নবান্নোৎসব। ভোরে নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা । শোভাযাত্রা শেষে আবার বিকেল তিনটা থেকে বকুলতলায় শুরু হয় গান, আবৃত্তি ও নাটক। সূত্র : ডিবিসি টেলিভিশন

এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পরিবেশনা। নবান্নের নানা কর্মসূচির সঙ্গে এই আয়োজন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্নের শিশু প্রহর ঘোষণা করা হয়েছে। এই সময়ে ২২টি শিশু সংগঠন তাদের নিজ নিজ পরিবেশনায় অংশ নেবে। একই সঙ্গে শিশুরা উৎসব প্রাঙ্গণে দিনব্যাপী চিত্রাঙ্কণ প্রতিযোগিতাও অংশ নেবে।

নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শস্য উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সব আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় তার মধ্যে নবান্ন অন্যতম। নবান্ন শব্দের অর্থ ‘নতুন অন্ন’। নবান্ন উৎসব হলো নতুন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। এই উৎসবটি সাধারণত অগ্রহায়ণ মাসের আমন ধান কাটার পর অনুষ্ঠিত হয়।

নবান্ন উৎসবে একসময় বাংলার প্রতি ঘরে ঘরে যেন পিঠা-পায়েসের ধুম পরে যেতো। আমন্ত্রণ জানানো হতো আত্মীয়দেরকে। দেশের নানা জায়গায় হতো পিঠামেলা। সর্বজনীন উৎসব হিসেবে নবান্ন উৎসব সমাদৃত ছিলো।

১৯৯৮ সাল থেকে রাজধানী ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন শুরু হয়। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ প্রতিবছর পহেলা অগ্রহায়ণে নবান্ন উৎসব উদযাপন করে আসছে। নবান্ন উৎসব বাংলার মানুষের কাছে এক অতি আপন সংস্কৃতি যা বাঙালি মননের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচিত।



আপনার মূল্যবান মতামত দিন: