odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি হুমায়ুন কারাগারে

odhikarpatra | প্রকাশিত: ১৮ August ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৮ August ২০২৫ ২৩:৫৯

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর তুরাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযোগ রয়েছে, গত ১৫ জুন তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টর ষোলহাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর জমায়েত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করা হচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে দৌড়ে দিগি¦দিক পালিয়ে যায়। 

এ ঘটনায় ১৭ জুন তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। মামলায় হুমায়ুন কবির এজাহারনামীয় আসামি।



আপনার মূল্যবান মতামত দিন: