
উয়েফা নেশন্স লিগে সবশেষ টানা দুই হারের পর সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে স্পেনের। তবে দুই হারের পর এবার জয়ে ফিরেছে লা রোজারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল রাতে ঘরের মাঠে বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা
নিজেদের মাঠ লাস পালমাসে বসনিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। উয়েফা নেশন্স লিগে অক্টোবরে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর গত সপ্তাহে ক্রোয়েশিয়ার কাছেও একই ব্যবধানে হেরেছিল ২০১০ সালে বিশ্বকাপ জয়ী দলটি।
শেষ পর্যন্ত কষ্টের জয় নিয়ে ফিরলেও প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি স্পেন। এ তবে চেনা মাঠে ম্যাচের ৭৮তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। এসময় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর শট বসনিয়ার গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরে আসা বল বিপদজনক জায়গায় পেয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান অভিষিক্ত সেল্টা ভিগোর ব্রাইস মেন্দেস। এ জয়ের মধ্য দিয়ে জয় দিয়ে চলতি বছরের খেলা শেষ করলো স্পেন।
আপনার মূল্যবান মতামত দিন: