ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রংপুর-চট্টগ্রামের ম্যাচ দিয়ে শুরু হবে ষষ্ঠ বিপিএল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮ ০০:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮ ০০:১৯

নভেম্বর শেষের পথে, মাঝে অপেক্ষা শুধু ডিসেম্বর মাস। এরপরেই শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।

নির্দিষ্ট তারিখ অনুযায়ী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। একাদশ সংসদ নির্বাচনের কারণে বিপিএল একদফা পিছিয়ে জানুয়ারিতে নেয়া হলেও সম্ভাবনা ছিল এখান থেকেও পেছানোর।

আপাতত সেটি আর হচ্ছে না। ঘোষিত তারিখ অনুযায়ী মাঠে গড়াবে ফ্র্যঞ্চাইভিত্তিক এই টি-টোয়েন্টির আসর।

৫ জানুয়ারি উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দুপুরে প্রথম ম্যাচে লড়বে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংস। একইদিন রাতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

এবারের আসরও অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

৫ জানুয়ারিতে উদ্বোধন হয়ে মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারিতে ফাইনালের মধ্য দিয়ে।

বিপিএল ষষ্ঠ আসরের পূর্ণাঙ্গ সূচি-

ঢাকা পর্ব, প্রথম ধাপ (৫-১৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

তারিখ প্রতিপক্ষ

০৫.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম চিটাগাং ভাইকিংস

০৫.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস

০৬.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স

০৬.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স

০৮.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স

০৮.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স

০৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম চিটাগাং ভাইকিংস

০৯.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস

১১.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স

১১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস

১২.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স

১২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স

১৩.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

১৩.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেট পর্ব, দ্বিতীয় ধাপ (১৫-১৯ জানুয়ারি), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

১৫.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস

১৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৬.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস

১৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

১৮.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস

১৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স

১৯.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স

ঢাকা পর্ব, তৃতীয় ধাপ (২১-২৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস

২১.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগাং ভাইকিংস

২২.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স

২২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৩.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহী কিংস

২৩.০১.২০৯ খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্স

চট্টগ্রাম পর্ব, চতুর্থ ধাপ (২৫-৩০ জানুয়ারি), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

২৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস

২৫.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স

২৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটান্স

২৬.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহী কিংস

২৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৮.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স

২৯.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৯.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস

৩০.০১.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস

৩০.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস

ঢাকা পর্ব, শেষ ধাপ (১- ৮ ফেব্রুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

০১.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

০১.০২.২০১৯ চিটাগাং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স

০২.০২.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স

০২.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স

০৪.০২.২০১৯ এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় দল বনাম চতুর্থ দল)

০৪.০২.২০১৯ কোয়ালিফায়ার ১ (পয়েন্ট টেবিলের শীর্ষ দল বনাম দ্বিতীয়-স্থানে থাকা দল)

০৬.০২.২০১৯ কোয়ালিফায়ার ২ (কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী

০৮.০২.২০১৯ ফাইনাল (কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী)

০৯.০২.২০১৯ রিজার্ভ ডে (ফাইনাল)



আপনার মূল্যবান মতামত দিন: