
অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনাকে। লা লিগার শীর্ষ এই দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়েছে।
শনিবার রাতে অ্যাথলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সফরকারীরা। যদিও প্রথমার্ধে কোনো পক্ষই সফলতা পায়নি।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালানোর পরও প্রথমে গোল হজম করতে হয় কাতালান ক্লাবটির। ম্যাচের ৭৭ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন দিয়েগো কস্তা। স্প্যানিশ এই তারকার গোলে এগিয়ে যায় মাদ্রিদের দলটি।
যদিও শেষ পর্যন্ত সমতায় ফিরতে সক্ষম হয় বার্সা। ৯০তম মিনিটে পরাজয়ের লজ্জা থেকে দলকে বাঁচিয়ে দেন মেসি-দেম্বেলে জুটি। অধিনায়ক লিওনেল মেসির পাস থেকে গোল করে অ্যাথলেটিকোর পয়েন্টে ভাগ বসান দেম্বেলে।
১৩ ম্যাচ থেকে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
আপনার মূল্যবান মতামত দিন: