ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

রফিকুল ইসলাম হত্যাকান্ডের মূল হত্যাকারী অমূল্য সিং গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮ ১৯:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮ ১৯:৩৯


আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ভ্যান চালক রফিকুল ইসলাম হত্যাকারী মূলহোতা শ্রী অমূল সিং (৩৩) গ্রেফতার হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি একই ইউনিয়নের শিখর গ্রামের শ্রী মন্ত্র সিংয়ের ছেলে। গত শনিবার বিকেলে এই হত্যাকারী মূল ঘাতক অমূল সিংকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। পরে তিনি ভ্যান চালক রফিকুল ইসলাম হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। অটোভ্যানটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে জবানবন্দিতে তিনি দাবি করেন।


গতকাল রোববার (২৫নভেম্বর) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা ও থানা
পুলিশের উপ-পরিদর্শক মো. আতোয়ার রহমান জানান, গত ২৬আগস্ট উপজেলার ভবানীপুর ইউনিয়নের শেখর গ্রামের গাজীউর রহমানের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম খুন হন। দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় মির্জাপুর-রানীরহাট সড়কের পাশের একটি জলাশয় থেকে তার
ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী খাতুন বাদি হয়ে
থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, এ
হত্যাকান্ডে জড়িত সন্দেহে গত ৮সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ী গ্রামের আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

পরে আব্দুস সালাম ওই ভ্যান চালককে হত্যা ও ভ্যানটি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পাশাপাশি এই হত্যাকান্ডে আরও দুইজন জড়িত থাকার কথা স্বীকার করেন। পাশাপাশি জবানবন্দিতে এ হত্যাকান্ডের মূলহোতা অমূল সিং ও শাহ আলমের নাম উল্লেখ করেন।

এরপর তাদের ধরতে অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে এ হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন হত্যাকারীকে গ্রেফতারসহ আদালতে দায় স্বীকার করার মাধ্যমে এই
হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হলো বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বগুড়ার শেরপুরে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে



আপনার মূল্যবান মতামত দিন: