
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে মধুপুর পীর সাহেবের আখেরী দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল। মাহফিলটি তেঘরিয়া মিরাপাড়া সৈয়দবাড়ী ও এলাকাবাসীর উদ্দগ্যে আয়োজন কর হয়েছিল।
এ মহফিল ২৩ ও ২৪ নভেম্বর শুক্র ও শনিবার রাজানগর ইউনিয়নের মিরাপাড়া
সৈয়দবাড়ীতে অনুষ্ঠিত হয়। এ সময় মাহফিল উপস্থাপন করেন মাওলানা মুফতি শাহাদাত খান।
প্রথম দিনে ওয়াজ মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা আবুল হাসনাত ফরিদ, হাফেজ মাওলানা আহমদুল্লাহ, মাওলানা জাবের হোসাইন। দ্বীতিয় দিন উপস্থিত ছিলেন আল্লাম মুফতী দেলোয়ার হোসেন দাঃ বাঃ, হযরত মাওলানা এহতেরামুল হক দাঃ বাঃ, মাওলানা আব্দুল্লাহ্- সাবেরী।
ওয়াজ মাহফিলের সভাপতি মধুপুর পীরসাহেব মাওলানা আব্দুল হামীদের এর আখেরী দোয়া মধ্যদিয়ে ওয়াজ মাহফিলটি শেষ হয়েছে। এসময় আর উপস্থিত ছিলেন সিরাদদিখান থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শামীম চৈধুরী চঞ্চলসহ প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: