ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভারী বর্ষণে দুবাইয়ে ৪ ঘণ্টায় ১৪৭ সড়ক দুর্ঘটনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮ ১৯:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮ ১৯:২৩

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিভাগে রোববার (২৫ নভেম্বর) থেকে সোমবার (২৬ নভেম্বর) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৪ ঘণ্টায় ১৪৭টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে দুবাই পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মুহম্মদ আল মুহাইরি জানান, সোমবার সকাল ৬টা থেকে ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ সময়ে আমাদের পুলিশ কন্ট্রোল রুম অন্তত ২ হাজার ৫৬৬টি কল পেয়েছে।

তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় চালক এবং রাস্তা ব্যবহারকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং মনোযোগ দিয়ে চালকদের ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: