odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

যে কারণে ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়ল ইমরুল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ November ২০১৮ ১৯:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ November ২০১৮ ১৯:৫৭

স্টাফ রিপোর্টার: কাঁধে ইনজুরির কারণে বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েসকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। আগামী ৩০ নভেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারায় বাংলাদেশ। ঐ টেস্টের স্কোয়াড থেকে শুধুমাত্র বাদ পড়েন ইমরুল। ইনজুরির কারণে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের দল থেকে আর কোন পরির্বতন আনা হয়নি। এমনকি ইমরুলের পরিবর্তে কোন খেলোয়াড়কেও নেয়া হয়নি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৪ ও দ্বিতীয় ইনিংসে ২ রান করেন ইমরুল।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: