
জলবায়ু পরিবর্তন যুক্তরাষ্ট্রকে হুঁমকির মুখে ফেলতে পারে বলে, মার্কিন সরকার যে প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এ প্রতিবেদন বিশ্বাস করেন না বলেও জানান তিনি।
সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, শুক্রবারের ঐ প্রতিবেদন তিনি নিজেও পড়েছেন। এছাড়াও অন্যান্য দেশের তুলনায় তার দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। এদিকে, এক টুইট বার্তায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন অভিযোগ করে বলেন, প্রতিবেদনটি আড়াল করতে মিথ্যা বলছে ট্রাম্প প্রশাসন।
নতুন এ প্রতিবেদনে বলা হয়, যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবনমানকে হুমকিতে ফেলতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: