odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাজধানীতে ৩ কোটি টাকার সাপের বিষসহ আটক ১১

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ November ২০১৮ ২২:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ November ২০১৮ ২২:০০

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ৩ কোটি টাকার সাপের বিষসহ ১১ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সে সময় তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

২৭ নভেম্বর, মঙ্গলবার র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মো. লিটন রহমান (৪০), আসাদ চৌধুরী (৪৭), মো. জাকারিয়া পিন্টু (৪৭), ফিরোজ মাহমুদ(২৫), রনজিৎ সেন (৭২), কমলেশ মুখার্জী (৩০), মো. সদর উদ্দিন (৬৩), মো. মাহফুজ হক (২৯), মো. আনিছ (২২), সৈয়দ হোসেন (৬৫) ও মো. হামিম শুভ্র (৩১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর র‌্যাব-১০-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বী ও স্কোয়াড কোমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মিরপুর মডেল থানার পশ্চিম মনিপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।

বিকেল ৫টার সময় চালানো ওই বিশেষ অভিযানে ১টি মাইক্রোবাস, ৬ জার কোবরা সাপের বিষ ও ১টি ক্যাটালগ বইসহ ১১ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা সাপের বিষের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সংঘবদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগসাজশে বিদেশ হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মূল্যবান সাপের বিষ বাংলাদেশে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: