ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন, গ্রেফতার ১৭শ’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮ ২১:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮ ২১:০৭

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভকারীদের মধ্য থেকে ১৭’শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
এদিকে দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংসতা ঘটে। এতে সপ্তাহ খানেক আগের তুলনায় আরো বেশি ক্ষতি হয়েছে। রোববার কর্মকর্তারা একথা জানান।
প্যারিস, মার্সেইল, বখদু, লিও ও তুলুজ ছাড়াও আরো কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রেসিডেন্ট ম্যাঁেক্রার পদত্যাগের দাবিতে গত চার সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে।
আটক ১৭শ’ ২৩ জনের মধ্যে ১২শ’ ২০ জনকে পুলিশের হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্যারিসের পুলিশ বলেছে, তারা শনিবার ১ হাজার ৮২ জনকে আটক করে। এর আগে ৪১২ জনকে আটক করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভে প্রায় এক লাখ ৩৬ হাজার লোক অংশ নেয়। গত ১ ডিসেম্বরেও প্রায় একই পরিমাণ লোক বিক্ষোভে যোগ দেয়। সেদিনও পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কিন্তু নগর কর্তৃপক্ষ বলছে, সেদিনের চেয়ে শনিবারের সহিংসতায় বেশি ক্ষতি হয়েছে।
বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর করে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: