
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
দুলুর সহকারী শামসুল আলম রনি জানান, বেলা ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল বাসা থেকে তাকে আটক করে নিয়ে গেছে। তারা আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। ডিবি পুলিশ জানিয়েছে, রাজধানীর শেরে বাংলানগর থানায় নাশকতার মামলায় দুলুর বিরুদ্ধে পরোয়ানানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা, এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়েছে। আদেশ আজই।
আপনার মূল্যবান মতামত দিন: