
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় যুবনেতা বায়েজিদ হাসান আল মাহমুদ (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় গত ৫
সেপ্টেম্বর রাতে বিএনপির অফিসে নেতাকর্মীরা বসে নাশকতার পরিকল্পনা করছিল। এ
ঘটনায় একটি মামলা দায়ের করে পুলিশ।
রোববার রাতে এ মামলার আসামি খানপুর ইউনিয়নের আলাউদ্দিনের ছেলে যুবনেতা
বায়েজিদ হাসান আল মাহমুদ মির্জাপুর বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। গোপন
সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল
ইসলাম বলেন, বায়েজিদ হাসান আল মাহমুদ নাশকতা মামলায় জড়িত থাকায় তাকে
গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: