
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৯ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা সুত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায়
বিএনপির অফিসে ও টাউনকলোনী এ জে উচ্চ বিদ্যালয়ে নেতাকর্মীরা বসে নাশকতার পরিকল্পনা করছিল এ ঘটনায় মামলা দায়ের করে পুলিশ।
গত ১৯ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মামলার
আসামি উপজেলার গোসাইপাড়া গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে ইসহাক আলী কে বাসষ্ট্যান্ড এলাকা, তালতা গ্রামের রুবেলের ছেলে হাফিজার রহমান কে মির্জাপুর বাজার এলাকা, পারভবানীপুর গ্রামের মৃতঃ আঃ জলিলের ছেলে আব্দুস সালাম কে কলেজ রোড এলাকা মাসুদ রানা সবুজ কে হাপুনিয়া এলাকা ও বুধা কে হঠাৎপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: