
বিশ্বের নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলা বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসা হয়নি ইমরান তাহিরের। টি-টোয়েন্টির অন্যতম এই জনপ্রিয় লিগের ষষ্ঠ আসরে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে।
সব শেষ বিপিএলে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেটের দলটি। এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হবার পরিকল্পনা নিয়েই শক্তিশালী স্কোয়াড সাজানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় তাহিরের পাশাপাশি পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকেও দলে ভেড়ানো হয়েছে। তরুণ এই স্পিনিং অলরাউন্ডার প্রথমবারের মতো পাকিস্তানের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন।
সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ শনিবার এই দুই তারকাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
লিটন দাসকে আইকন বানিয়ে নাসির হোসেন, সাব্বির রহমানদের নিয়ে এবারের বিপিএলের দল সাজিয়েছে সিলেট। এছাড়া ভবিষ্যৎ তারকা আফিফ হোসেন ধ্রুব ও ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদকে নিয়ে দেশীয় ভারসাম্য রক্ষা করেছে দলটি।
এর আগে অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে নিয়ে চমকে দেয় চায়ের দেশের দলটি।
এ ছাড়া পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভির ও মোহাম্মদ ইরফানকে দলে নিয়ে শক্তিশালী বোলিং আক্রমণ তৈরি করেছে সিক্সার্সরা।
সিলেট সিক্সার্স
দেশি ক্রিকেটার
লিটন দাস (আইকন), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা।
বিদেশি ক্রিকেটার
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), সোহেল তানভির, ইমরান তাহির, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।
আপনার মূল্যবান মতামত দিন: