
নির্বাচনকে ভোট চাইতে গিয়ে অবৈধভাবে টাকার লেনদেন করার সময় মোহিত ও শহীদ নামে বিএনপির দুই কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শাহজাহানপুর এলাকার আল বারাকা হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক করার সময় তাদের কাছ থেকে ৪ লাখ টাকা জব্দ করা হয়। আটক দুইজনই প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক দুইজন মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন এবং অবৈধভাবে ভোটারদের টাকা দিচ্ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে শহীদ মির্জা আব্বাসের ভাই মির্জা খোকনের বন্ধু।
তারা জানিয়েছে, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে এই টাকা এসেছে। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
আতিকুল ইসলাম আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, ভোটে অবৈধ টাকা লেনদেনের জন্য তাদের নামে মামলা করা হবে। আগামীকাল মঙ্গলবার তাদের কোর্টে নেয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: