ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

লঙ্কান ওপেনারদের দাপট

Admin 1 | প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭ ২১:৩০

Admin 1
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭ ২১:৩০

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে চলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে। তবে ব্যস্ততার কারণে প্রতি মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই...

*** ৭ ওভার শেষে শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৫১

*** শেষ বলে গুনাতিলাকার ছক্কাটি বাদ দিলে মোটামুটি ভালো একটি ওভারই করলেন মেহেদী হাসান মিরাজ।

*** ৬ ওভার শেষে শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৪৫।

*** দারুণ ব্যাটিং করছেন শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। ২১ বলে ২৮ রান করে অপরাজিত তিনি। মোস্তাফিজের তৃতীয় ওভারে ১৪ রান এসেছে। থারাঙ্গা মেরেছেন তিনটি চারের মার। গুণাতিলাকা অপরাজিত ১৩ রানে।

*** মাশরাফির তৃতীয় ওভারের শেষ বলে থারাঙ্গার ছক্কা। শ্রীলঙ্কার রান ৫ ওভারে বিনা উইকেটে ৩১। থারাঙ্গার ১৬।

*** ৪ ওভারে শ্রীলঙ্কা বিনা উইকেটে ২৩। মোস্তাফিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে থারাঙ্গার বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন হয়েছিল। কিন্তু বল লেগ স্টাম্প মিস করেছে—এমন ভাবনায় আউট দেননি আম্পায়ার। তবে বাংলাদেশ রিভিউও নেয়নি।

*** প্রথম ২ ওভারে শ্রীলঙ্কা উইকেটে ১৬।

*** দ্বিতীয় ওভার করছেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলেই পয়েন্টের ওপর দিয়ে চার মেরেছেন থারাঙ্গা। পরের তিনটি বল ভালো করলেও শেষ বলে কভার ড্রাইভ করে আরও একটি বাউন্ডারি থারাঙ্গা।

*** মাশরাফির প্রথম ওভার থেক রান এসেছে ৮। পঞ্চম বলে স্কয়ার লেগ দিয়ে একটা বাউন্ডারি মেরেছেন গুনাতিলাকা। ইনিংসের প্রথম দুই বলে দুটি ওয়াইড দিয়েছেন মাশরাফি।

*** শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন: থারাঙ্গা, গুনাতিলাকা, মেন্ডিস, চান্ডিমাল, গুনারত্নে, সিরিবর্ধনে, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, প্রসন্ন, কুলাসেকেরা, লাকমাল।

*** ডাম্বুলার প্রথম ওয়ানডেতে ৯০ রানে জয়ী একাদশ নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ দল: তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, তাসকিন, মোস্তাফিজ।

*** তৃতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিং করছে বাংলাদেশ। সিরিজে এই প্রথম টসে জিতলেন বাংলাদেশের অধিনায়ক।



আপনার মূল্যবান মতামত দিন: