
শহীদ বুদ্ধিজীবি শহিদুললাহ কায়সার তনয়া শমী কায়সার পছন্দের শীর্ষে
একাদশ জাতীয় সংসদ এ সংরক্ষীত মহিলা আসনে মনোনয়ন কিনেছেন একঝাক নবীন এবং প্রবিন অভিনয় শিল্পী, তাদের মধ্যে জনপ্রিয় কথা সাহিত্যিক শহিদ বুদ্ধিজিবি শহিদুললাহ কায়সার এর কন্যা, জনপ্রিয় বর্নাঢ্য ক্যারিয়ার সফল ব্যাবসায়ী,এব,বি,সি,সি আই এর ডাইরেক্টর সুন্দরী শমী কায়সার, দলের হাই কমান্ড ও তৃণমূল রাজনৈতিক নেতাকর্মীদের কাছে সবার চেয়ে এগিয়ে, এরকমভাবে মনন্তব্য দলিয় নেতা কর্মীদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করতে আসেন শোবিজ জগতের এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী। বনানীর নতুন বিআরটিএ ভবনে আসেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আহসান হাবিব নাসিম, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মীর সাব্বির, শমী কায়সার, আফসানা মিমি, সুইটি, মাহফুজ আহমেদ, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয়, শামীমা তুষ্টিসহ অনেকেই।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে অভিনয়শিল্পী চির যৌবনি শক্তির অধিকারী ডাগর চোখের যৌন আবেদন ময়ী সুর্বনা মুস্তফা বলেম আমাকে নমিনেশন দিবেন বলে ‘জনাব ওবায়দুল কাদের আসস্ত করেছন, তিনি দ্বিতীয়বারের মতো তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম’ এবং কথা দিয়াছি আমার সর্বস্ব দিয়ে সেবা করতে প্রস্তুত,
শমি কায়সার ন
বলেন আমার বাবা জিবন দিয়েছি, আমি আমার সসর্বস্ব দিয়ে দেশ ও জাতির কাজ করছি আপা আমাগো পছন্দ করেন,আমি আশাবাদী।
‘১৯৯৬ সালে তিনি সংস্কৃতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। সে কারণে তার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে শিল্পীরা অনেক ধরনের সমস্যায় আছে সেসব বিষয়ে তাকে আমরা অবহিত করেছি। আমরা এরআগে তথ্যমন্ত্রীকে অভিনয়শিল্পী সংঘের কিছু দাবি দিয়েছিলাম। সেই দাবিগুলো আমরা তুলে ধরেছি। তিনি আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।’ যোগ করে বলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক
আপনার মূল্যবান মতামত দিন: