
স্পোর্টস ডেস্ক
নতুন কোন চমক নিয়ে আসছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি? সাম্প্রতিক সময়ে আফ্রিদিরি ফেসবুক ভেরিফায়েড পেজটিতে এক ভিডিওতে নানা আঙ্গিকে দেখা গেছে এই খেলোয়াড়কে।
একবার গাড়ির ড্রাইভার, একবার ডাক্তার, একবার শ্রমিক, একবার চিত্র পরিচালক তো একবার দুবাইয়ের শেখ। ঠিক এভাবেই নানাভাবে একটি ভিডিওতে নিজেকে উপস্থাপন করলেন শহিদ আফ্রিদি।
তবে এসবে কী চমক দর্শক ও ভক্তদের জন্য অপেক্ষা করছে তা পরিষ্কার করেন নি এই তারকা।
ভিডিওর শেষে তাকে বলতে শোনা গেছে, ‘আপনারা হয়তো কনফিউজড হয়ে গেছেন ইতোমধ্যে। তবে আমি পরে বলবো।’
ভিডিওটি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। প্রায় ১৪ লক্ষেরও বেশিবার দেখা হয়ে গেছে।
এখন অপেক্ষার পালা কী চমক নিয়ে আসছেন আফ্রিদি।
বর্তমানে বিপিএল আসরে খেলতে বাংলাদেশ অবস্থান করছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: