
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাতেন বাহিনী প্রধান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন (৮২) আর নেই (ইন্না...রাজিউন)। সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতনী, দুই ভাইসহ পরিবারের সদস্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
আপনার মূল্যবান মতামত দিন: