
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) l প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি উদ্বোধনকালে বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
একজন মানুষ কোনো উপায় না পেয়ে শেষে থানা পুলিশের শরণাপন্ন হয়। সেই মানুষটির কথা মনোযোগসহ শুনুন।
তিনি বলেন, হয়তো তার সব সমস্যার সমাধান নাও হতে পারে কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করুন এবং হাসিমুখে কথা বলুন। তাকে বুঝিয়ে বলেন কী করতে হবে।
মানুষকে পুলিশ যে সেবা দেয়, থানা সেই সেবার কেন্দ্রবিন্দু হওয়া উচিত বলেও মন্তব করেন তিনি
র্যালিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ক্রাইম ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ ডিএমপির সব ইউনিট অংশ নেয়।ডিএমপি হেড কোয়ার্টার্স থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয় র্যালিটি ।
ভালো ব্যবহার পেলে ওই মানুষ খুশি থাকবে উল্লেখ করে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, মানুষটি পুলিশের প্রতি সন্তুষ্ট থাকবে। থানাকে সেবার কেন্দ্রবিন্দু করার যে প্রয়াস ছিল, তা যেন অব্যাহত থাকে।
ডিএমপিকে পুলিশের আয়না হিসেবে অভিহিত করে আইজিপি বলেন, আয়নায় যেমন মানুষের চেহারা দেখা যায়, তেমনি ডিএমপিকে দেখলেও বোঝা যায় পুলিশ চেহারা। ডিএমপির অনেক ভালো কাজের জন্য পুলিশকে মানুষ আপন করে নিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: