ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

gazi anwar | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৬

gazi anwar
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৬

ভারতের জম্মু-কাশ্মীরে প্যারা মিলিটারি বাহিনীর ওপর সন্ত্রাসী হামলায় ৪৪ ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে এই হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একট টুইট বার্তায় এমনটা জানিয়েছেন। ইন্টারন্যাশনাল টেলি কমিউনিকেশন্স ইউনিট (আইটিইউ)’র কর্মসূচিতে অবস্থান কালে সুইজারল্যান্ডের জেনেভা থেকে এই টুইট করেন শাহরিয়ার আলম। তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে।

এতে শেখ হাসিনা আরও বলেছেন, আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে রয়েছি। নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের প্রতিও আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথাও এই বার্তায় স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ভারতসহ সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষেত্রেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ পাশে থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে একটি প্যারা মিলিটারি কনভয়ের ওপর আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৪৪ জন ভারতীয় জওয়ান নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: