-2019-02-17-18-47-04.jpeg)
প্রতিকূল আবহাওয়ার কারণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্যায়ের সময় একদিন বাড়ানো হয়েছে; আখেরি মোনাজাত সোমবারের পরিবর্তে হবে মঙ্গলবার। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। তিনি বলেন, ইজতেমার মাঠ গোছানোর প্রস্তুতিতে সময় কম পাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মাওলানা সাদপন্থি মুরুব্বীদের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করে এ তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়।
এদিকে, টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার সকালে, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মুসল্লিরা দুর্ভোগে পড়লেও, বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। রোববার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা অংশ নেন ইজতেমায়। দিল্লীর তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভী’র অনুসারীরাই এই পর্বে অংশ নিচ্ছেন।
সকালে, ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে দূর্ভোগে পড়েন মুসল্লিরা। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাড়তে থাকে অংশ নেয়া মুসল্লির সংখ্যাও। মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বিরা আল্লাহ ও রাসুলের নির্দেশিত ইসলামী বিধানের ওপর দিকনির্দেশনামূলক বয়ান করেন। মুসল্লিরা ব্যস্ত জিকির আসগারে।
এদিকে, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়দান পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে তারা।
এর আগে, শনিবার প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেয় মুসল্লিরা। কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যুবায়ের আহমদের পরিচালনায় মোনাজাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন দেশ বিদেশের লাখো মুসল্লি।
আপনার মূল্যবান মতামত দিন: