ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

gazi anwar | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫২

gazi anwar
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫২

লাখো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো টঙ্গীর তুরাগ নদের তীর। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২ টায়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা শামিম আহমদ।

মোনাজাতে ধর্মপ্রাণ লাখো মুসল্লি সুখ, শান্তি ও সমৃদ্ধির আশায় আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন একমনে

মঙ্গলবার ভোর থেকে হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। ময়দানের আশপাশ সড়কগুলোতে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে তারা আগে-ভাগেই ময়দানে আসতে থাকেন।



আপনার মূল্যবান মতামত দিন: