odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তুু শিক্ষকরা করছে কি?

gazi anwar | প্রকাশিত: ২০ February ২০১৯ ১৪:৩৫

gazi anwar
প্রকাশিত: ২০ February ২০১৯ ১৪:৩৫

নিজেদের সার্থে আর কত কোমল মতি শিশুদের, ঘাম &শ্রম দিতে হবে ???
কিছিক্ষন আগে আমার বাসার সামনে শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের কোমল এবং বেশীরভাগ ই বুঝে না তারা কি বলছে কেন বলছে কার উদদ্যেশে বলছে, তারা শুধু চিৎকার করছে we want justice, প্রথমে কিছু না বুঝে এক ছোট বোন কে জিজ্ঞাস করলাম আপু কি জন্য কিসের জন্য তোমরা মিছিল করছো, উওরে কোমল ছোট বেনটি বলল টেলিভিশনে দেখে জেনে নিবেন, আমি যখন মোবাইল বের করে ওদের ছবি তুলতে গেলাম, তখন ওদের মিছিলের আওয়াজ গেল বেড়ে এবং বিভিন্ন কিছু বলে কেউ প্লেকার্ড হাতে কেউ ক্লান্ত হয়ে হেটে যাচ্ছে, তারা যানেনা কেন তারা মিছিল করছে, কি ন্যায় বিচার তারা চাচছে, আমি একটু থেমে একটা বড় বোন কে জিজ্ঞাস করলাম আপু কিসের জন্য তোমরা রাজপথ দখল করেছ, জবাবে বোনটি বলল আমাদের প্রিন্সিপাল কে শিক্ষামন্ত্রী ষড়যন্ত্র করে বহিষ্কার করেছে তাই, আমাদে মেডাম রা স্যাররা আমাদের বলেছে, মিছিল করতে, বাহ ভালো চমৎকার, কিছুদিন আগে নিরাপদ সড়কের জন্য কোমলমতী শিশুদের ব্যাবহার করেছে একটি চক্র, এখন বালিকা বিদ্যালয়, এমন কি মাদ্রাসা র অবুজ ছেলেদের ও আমাদের হীন চরিতার্থ অর্জনের জন্য ব্যাবহার করা হয়, অভিবাকদের বলবো আপনারা কি আপনাদের ছোট ছেলেমেয়দের, ব্যা ক্তি স্রাথ উদ্ধার করতে স্কুলে,মদ্রাসায় পাঠান!



আপনার মূল্যবান মতামত দিন: