ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আমিরে হেফাজত,

অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, তারা শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ: আল্লামা সফি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৬

পুরাণ ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আমিরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। বৃহস্পতিবার দুপুর ১২টায় আমিরে হেফাজতের কার্যালয় থেকে এ শোকবার্তা জানানো হয়।

শোকবার্তায় আল্লামা শাহ আহমদ শফী বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, তারা শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং মসজিদে-মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ করছি।

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর চকবাজারের সুরিটোলায় একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হলে বেশ কিছু ভবন পুড়ে ছাই হয়ে যায়। সেখান থেকে ৮১টি লাশ উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: